অ্যান্ড্রয়েডেও যুক্ত হচ্ছে ব্যাটারি হেলথ ফিচার!

২৪ ডিসেম্বর, ২০২৩ ২৩:০১  

ফোনের ব্যাটারি ভালো আছি নাকি দ্রুত পরিবর্তন করতে হবে সেটি ব্যাটারি হেলথ ফিচারের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা জানতে পারেন। এবার অ্যান্ড্রয়েডেও এ ফিচার যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জন রয়েছে অ্যান্ড্রয়েড ১৫-এর সঙ্গে ফিচারটি চালু হতে পারে। খবর টেকটাইমস।

অ্যান্ড্রয়েড অথরিটি ও গুগল নিউজের টেলিগ্রাম এডিটর নেইল সাদিকভ অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআরটু বেটা ২-এর একটি আপডেটে ব্যাটারি হেলথ ফিচারের তথ্য পেয়েছেন। এটি এখনো কার্যকর হয়নি। তবে এর বিশ্লেষণ অনুযায়ী, নতুন কেনার পর থেকে দীর্ঘদিন ব্যবহারের পর ব্যাটারি কত শতাংশ চার্জ ধরে রাখতে সক্ষম সে তথ্য জানাবে।

কবে নাগাদ এ ফিচার চালু হবে সেটি এখনো জানা যায়নি। তবে অ্যান্ড্রয়েড অথরিটি জানায়, অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনের সঙ্গে ফিচারটি আসতে পারে।

ডিবিটেক/বিএমটি